ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৩
Sylhet Star: নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। এমন ইতিহাসের সামনে দাঁড়িয়ে গত ম্যাচে ৩৬ বলে অপরাজিত ৪২ রান করে ম্যাচ জেতানো ওপেনার লিটন দাসকে আজ পাচ্ছে না সফরকারীরা। নেপিয়ারে সে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় এই ম্যাচের বাইরে থাকতে হচ্ছে লিটনকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ একটি বিবৃতি দিয়েছে।
যেখানে বলা হয়, বিসিবির ফিজিও কাইরন থমাস জানিয়েছেন, এমআরআইয়ের পর লিটনের ডান হ্যামস্ট্রিংয়ে লো-গ্রেড স্ট্রেইন দেখা গেছে। ফলে দ্বিতীয় ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।
লিটন না থাকায় উইকেটরক্ষক সংকটে বাংলাদেশ দল।
কারণ টি-টোয়েন্টি দলে একমাত্র বিশেষায়িত উইকেটকিপার ছিলেন তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটে রনি তালুকদারের উইকেটের পিছনে গ্লাভস হাতে দায়িত্ব সামলানোর অভিজ্ঞা আছে।
এদিকে শঙ্কা ছিল সৌম্য সরকারকে নিয়েও। প্রথম ম্যাচে ক্যাচ নেওয়ার সময় ডান হাতে চোট পেয়েছিলেন এই অলরাউন্ডার।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————