ঢাকা ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৩
সিলেট স্টারঃসিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ ১০ বছর পর আবারো নৌকা উপহার দিয়েছেন। উন্নয়ন অবহেলিত এই এলাকায় শফিকুর রহমান চৌধুরী’র বিকল্প নাই। তিনি সৎ ও নিষ্ঠাবান একজন মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে যে ধারাবাহিকতা রেখেছেন তাতে সম্পৃক্ত থাকতে হলে নৌকা প্রতীকের এই প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।
তিনি বুধবার (২৭ ডিসেম্বর) ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নে তিলাপাড়া গ্রামে জনসভায় উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ এ নির্বাচনকে পুরোপুরি রাজনৈতিকভাবে না নিয়ে নিজেদের বিষয় চিন্তা করে ওসমানীনগর-বিশ্বনাথ বাসীর উচিত দলমত নির্বিশেষে নৌকা প্রতীকের প্রার্থী শফিক চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করা।
আনোয়ারুজ্জামান বলেন, নৌকা হলো উন্নয়নের মার্কা, স্বাধীনতার মার্কা। নৌকায় ভোট দিলে পদ্মা সেতু হয়, মেট্রোরেল হয়, টানেল হয়। তাই সবাইকে দলীয় ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করতে হবে।
এসময় ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দাল মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আনহার মিয়া সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানাঃ মিরপুর ১
মোবাইল: 01795396925
ইমেইল: dhakahunt6@gmail.com
সম্পাদক ও প্রকাশকঃ মোর্শেদ মাহবুব
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————