ঢাকা ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪
সিলেট স্টারঃ রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে, তাঁর নাম আবু নছর সাহেদ।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারওয়ান বাজারের কাঠপট্টিসংলগ্ন রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী ট্রেনের ধাক্কায় সাহেদ (৫০) আহত হন। আশপাশের মানুষ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
সাহেদকে হাসপাতালে নিয়ে আসা মো. রাসেল জানান, কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————