ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪
সিলেট স্টারঃ লক্ষ্মীপুরে আলমিরার গ্লাস ভাঙার ঘটনায় অটোরিকশাচালক জাহাঙ্গীর আলমকে (৩০) রড দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় তার আপন ছোট ভাই মাহফুজ আলমকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে তাকে চট্টগ্রামের হালিশহর থানাধীন গলাপিচা পাড়া এলাকা থেকে মাহফুজকে গ্রেপ্তার করে র্যাব। মাহফুজ লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়মের উত্তর টুমচর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
অত্র মামলা সূত্র জানায়, নিহত অটোরিকশাচালক জাহাঙ্গীরের ইস্রাফিল (৮) ও ইয়ামিন (৩) নামে দুই ছেলে রয়েছে। ২৮ ডিসেম্বর বিকেলে খেলার সময় দাদা নুর মোহাম্মদের ঘরে শিশু ইয়ামিন একটি লাঠি ছুড়ে মারে। এতে ঘরে থাকা আলমিরার গ্লাস ভেঙে যায়। এ নিয়ে নুর মোহাম্মদসহ তার স্ত্রী রহিমা খাতুন, মেয়ে দোলা আক্তার, মোসুমি ও ছেলে মাহফুজ এসে শারমিনের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়।
খবর পেয়ে বাড়িতে এলে জাহাঙ্গীরের সঙ্গেও তাদের কথা-কাটাকাটি হয়। এর মধ্যে উভয় পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে মাহফুজ একটি রড দিয়ে বড় ভাই জাহাঙ্গীরের মাথায় আঘাত করে। পরে আহত অবস্থায় জাহাঙ্গীরকে সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————