ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪
সিলেট স্টারঃঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার মারা গেছেন।
আা বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জ্যোতির্ময় সরকার সর্বশেষ এডিসি ট্রান্সপোর্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা ছিলেন।
বিষয়টি ডিএমপির মিডিয়া উইংয়ের এডিসি কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।
কে এন রায় বলেন, সন্ধ্যায় এডিসি জ্যোতির্ময় সরকার অসুস্থ বোধ করেন। পরে জ্যোতির্ময়কে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যান তার বডিগার্ড। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে হৃদরোগে তিনি মারা গেছেন। রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখার সময় মরদেহ হাসপাতালেই আছে।
সুনামগঞ্জের মধ্যনগরের জওহরলাল সরকার ছেলে জ্যোতির্ময় সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম