ঢাকা ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪
Sylhet Star:প্রহসনের তথাকথিত ডামী নির্বাচন বর্জন ও হরতাল সফল করায় করায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার নির্বাচনের নামে সারাদেশে সার্কাস করেছে। দেশের মুক্তিকামী মানুষ তাদের সার্কাস দেখতে যায় নি। সিলেটবাসী সর্বত্র ভোট বর্জন করে সিলেটজুড়ে সর্বত্মকভাবে হরতাল পালন করেছেন। এজন্য বিএনপি সিলেটবাসীর প্রতি চিরকৃতজ্ঞ।
নেতৃবৃন্দ বলেন, শত প্রতিকুলতার মধ্যেও সিলেটের মুক্তিকামী মানুষ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার আন্দোলনে সামিল হয়েছেন। আমরা আশাকরি, অতিতের মতো আগামী দিনেও গণতান্ত্রিক আন্দোলনে সিলেটবাসী বিএনপির সঙ্গে থাকবেন।

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম