ঢাকা ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪
সিলেট স্টারঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে শপথ নিয়ে সংসদে যাব। আমরা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছি তাই শপথ না নিয়ে পিছু হব না। আমরা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলব।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সেনপাড়ার বাসায় রংপুর বিভাগের বিভিন্ন জেলার জাপার এমপি প্রার্থীদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, ‘এই নির্বাচনে সরকার যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চেয়েছে, সেখানে করেছে। অনেক জায়গায় জোর করে সিল মেরে আমাদের হারিয়ে দিয়েছে।
জাপা চেয়ারম্যান বলেন, ‘রংপুর বিভাগে জাপার হেরে যাওয়া প্রার্থীরা অনেকেই হতাশায় ভুগতেছিলেন, তাই সবার সঙ্গে বসে সমস্যাগুলো শুনলাম এবং স্টেটমেন্ট নিলাম। এই তথ্যগুলো পরবর্তী সময়ে ফলোআপে কাজে লাগবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুল রাজ্জাক প্রমুখ।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————