ঢাকা ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৪
সিলেট স্টারঃসিলেট নগরীর টিবি গেইট এলাকায় ছাত্রলীগ কর্মী আরিফ আহমদকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু আত্মসমর্পণ করেছেন।
আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে তিনি মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ হত্যা মামলায় এর আগে ৮ আসামীকে গ্রেফতার করে পুলিশ। কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু সহ বর্তমানে ৯ জন আসামী গ্রেফতার রয়েছে।
এর আগে, গত বছরের ২০ নভেম্বর সোমবার দিবাগত রাত ১২ টার দিকে নগরীর বালুচরস্থ টিভি গেইট এলাকায় পুর্ব শত্রুতার জেরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ওই এলাকার ফটিক মিয়ার পুত্র ছাত্রলীগ কর্মী আরিফ নিহত হন। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন।
পরে এই ঘটনায় নিহত আরিফের মা আঁখি বেগম বাদী হয়ে এসএমপি’র এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————