ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
সিলেট স্টারঃসিলেটে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষনা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
গ্যাস সরবরাহ বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে এ ধর্মঘট আহ্বান করেছিলেন তারা।
আজ দুপুর আড়াইটার দিকে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সাথে বৈঠক শুরু করেন পরিবহন শ্রমিক ঐক্যপরিষদ নেতৃবৃন্দ। বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এদিকে বুধবারের ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েন এসএসসি পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। পিকআপই, মাইক্রোবাস, অটোরিকশা, থ্রি-হুইলারসহ বিভিন্ন ছোট যানবাহন ব্যবহার করেছেন তারা। তাও আবার চড়া দামে।
পরিবহন ধর্মঘট স্থগিতের খবর স্বস্তি নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম