ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৪
সিলেট স্টারঃকোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সিলেট মহানগরীতে ঘটে যাওয়া সহিংসতায় তিনটি থানায় ১১ মামলায় এখন পর্যন্ত ১৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এসব মামলায় ১৬ হাজারেরও বেশি আসামি করা হয়েছে।সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম শনিবার (২৭ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সহিংসতার ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা, ভাঙচুর করে ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনায় ছয়টি, জালালাবাদ থানায় দায়েরকৃত চারটি ও দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় শনিবার পর্যন্ত ১৩৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর মধ্যে, গতরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত কোতোয়ালি থানায় ২জন, জালালাবাদ থানায় ১জন ও দক্ষিণ সুরমা থানায় ১জনকে গ্রেফতার করা হয়।এদিকে, গতকাল শুক্রবারের মতো আজ শনিবারও সিলেট মহানগর এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।কারফিউ শিথিলে সারা দেশের ন্যায় সিলেটেও প্রায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। চলাচল করছে দূরপাল্লার বাসও। দোকানপাট-বাজার সব জায়গায় বেড়েছে মানুষের ভিড়। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের চেকপোস্টে করা হচ্ছে তল্লাশি।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————