দেশের সব বিশ্ববিদ্যালয়ে চলছে ‘কমপ্লিট শাটডাউন’

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

দেশের সব বিশ্ববিদ্যালয়ে চলছে ‘কমপ্লিট শাটডাউন’

নিজস্ব সংবাদদাতা:-সারা দেশজুড়ে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনরতদের প্ল্যাটফরম ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ গতকাল বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে।,

“কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা।,

“এতে একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।,

রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষগুলো ফাঁকা পড়ে থাকতে দেখা যায়।
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচারসহ তাদের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

গতকাল বুধবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন।”পরে দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে রওনা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।,

ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। লাঠিপেটার ঘটনাও ঘটে, যাতে অনেক শিক্ষার্থী আহত হন।
পুলিশি অভিযানের পর বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা আবারও শাহবাগ মোড়ে জড়ো হন এবং রাত সাড়ে ১০টার দিকে দেশজুড়ে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে শাহবাগ মোড় ছেড়ে চলে যান।,

“আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—!

১. নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং হতে হবে;
২. দশম গ্রেডে বর্তমানে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন, সেখানে উচ্চ ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ রাখতে হবে;
৩. শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীরাই যেন ‘প্রকৌশলী’ বা ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারেন, সে বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে হবে।