মব তৈরির ‘ভয়ে’ শাহপরান মাজারে শিরনি বিতরণ বন্ধ!

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

মব তৈরির ‘ভয়ে’ শাহপরান মাজারে শিরনি বিতরণ বন্ধ!

নিজস্ব সংবাদদাতা:-আজ থেকে প্রায় ৭০০ বছরের, ঐতিহ্য সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের বাৎসরিক পবিত্র ওরস। খতমে কোরআন, দোয়া, জিকির, মিলাদ, গিলাফ চড়ানো, গরু জবেহ, ফাতেহা পাঠ ও শেষ দিন বাদ ফজর আখেরি মোনাজাতের পর শিরনি বিতরণের মধ্য দিয়ে শেষ হয় প্রতিবছরের ওরস।তবে এবছর মব তৈরি করে ভয়ে দেখিয়ে শিরনি বিতরণ করতে দেওয়া হচ্ছে না মাজার কর্তৃপক্ষকে।তাই এবারের ওরসে হচ্ছে না শিরনি বিতরণ।

“প্রতিবছর অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে ওরশ পালন করে আসছে মাজার কর্তৃপক্ষ যা নজর কেড়েছে’বাংলাদেশ,সহ বিশ্বের নানা প্রান্তের ভক্তবৃন্দের মন।
তবে এবা প্রশাসন বলছে ভিন্নকথা মাজারে প্রতিবছর ওরশে নাকি মারামারি হয় তাই এবছর থেকে বন্ধ রাখতে হবে শিরনি বিতরণ কার্যক্রম,।

ঠিক,এমনটি জানালেন প্রতিবেদককে শাহপরান (রহ.) মাজারের খাদেম আব্দুল আজিজ।,

অপরদিকে,হযরত শাহপরান (রহ.) মাজারের ওরসকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে প্রশাসন। ওরসের সার্বিক ‘নিরাপত্তা, নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, র‍্যাব-৯, অধিনায়ক, ৩৪ বীর, সিলেট জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প, সিলেট সিটি কর্পোরেশন, সিভিল সার্জন সিলেট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট, ইসলামিক ফাউন্ডেশন সিলেট, ইমাম সমিতি সিলেট, বিভিন্ন রাজনৈতিক দলের নেতবৃন্দ,বিভিন্নরকমের বেহেয়াপনা অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সদস্য, হযরত শাহ্পরান (রহ.) সিলেট মাজার কমিটির সদস্য এবং হযরত শাহপরান (রহ.) মাজারের মোতাওয়াল্লি ও খাদেমসহ বিভিন্ন সংস্থার সদস্য ও প্রতিনিধিসহ জরুরী সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সভা শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়- নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাজার ও আশেপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। তদারকি কমিটির সদস্যরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিক এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করবেন।

“হযরত শাহপরান (রহ.) মাজারের বাৎসরিক পবিত্র ওরসের ৭০০ বছরের ইতিহাসে এর আগে করোনা মহামারির জন্য একবার শাহপরান (রহ.) এর মাজারের শিরনি বিতরণ বন্ধ রাখা হলেও মারামারি বা মবের ভয়ে কখনো শিরনি বিতরণ বন্ধ রাখা হয়নি। তাই প্রশাসনের সবস্তরে নিরাপত্তা থাকবে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হলেও মারামারি ও মবের অজুহাত দিয়ে পবিত্র ওরসের শিরনি বিতরণ বন্ধ করা নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন করছে বলে মনে করেন সিলেট ঐতিহ্য রক্ষাকারী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।,