সম্প্রতি ইউটিউবের এক ভিডিওবার্তায় জিল্লুর রহমান এসব কথা বলেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় কোরআন-হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে গোষ্ঠীভিত্তিক প্রচারণা চালানো হচ্ছে।,
ঢাকা ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫
নিউজ ডেস্ক:-রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান সম্প্রতি মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতিতে উগ্র মৌলবাদের নতুন করে মাথাচাড়া দেওয়ার আভাস দেখা যাচ্ছে। এই সম্ভাবনা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন প্রধান বিরোধী দল বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের স্পষ্টভাবে সতর্ক করেছেন, যেন ধর্মের ভ্রান্ত ব্যাখ্যা সমাজে বিভ্রান্তি ছড়াতে না পারে এবং দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় সম্প্রীতি নষ্ট না হয়। তার এই উদ্বেগের প্রতিধ্বনি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর!’
সম্প্রতি ইউটিউবের এক ভিডিওবার্তায় জিল্লুর রহমান এসব কথা বলেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় কোরআন-হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে গোষ্ঠীভিত্তিক প্রচারণা চালানো হচ্ছে।,
“তিনি আরো জানান, এ ছাড়াও মব রাজনীতির পুনরুত্থানেও উদ্বেগ বাড়ছে।”
তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে মব ভায়োলেন্স নতুন কিছু নয়। ২০১৩ সালের হেফাজতের আন্দোলন, ২০১৬ সালের হলি আর্টিজান হামলা, কিংবা সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা—সব ক্ষেত্রেই ধর্মীয় উত্তেজনা ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষাঙ্গনে মৌলবাদী ছাত্র রাজনীতির উত্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনেও ছাত্রশিবির প্রকাশ্যে প্রার্থী দিয়েছে, যা উদ্বেগজনক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিরোধী শক্তির এই পুনরুত্থান সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। এখানেই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি বড় দ্বন্দ্ব স্পষ্ট হয়। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শুধু মৌলবাদী দল নয়, মূলধারার দলগুলোও। বিএনপি যেমন নিজেকে ইসলামী মূল্যবোধের ধারক হিসেবে উপস্থাপন করে, তেমনি আওয়ামী লীগও রাজনৈতিক প্রয়োজনে ধর্মকে ব্যবহার করেছে। এই প্রতিযোগিতার ফলে সমাজে মৌলবাদের ভিত্তি দৃঢ় হয়েছে।’
জিল্লুর রহমানের মতে, শুধু বিবৃতি দিয়ে মৌলবাদ ঠেকানো সম্ভব না, এর জন্য প্রয়োজন: শিক্ষা ব্যবস্থার সংস্কার, সামাজিক সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল প্ল্যাটফর্মে কঠোর নিয়ন্ত্রণ, রাজনৈতিক দলগুলোর সততা, রাষ্ট্রীয়ভাবে মব সংস্কৃতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ।
তিনি বলেন, ‘মত প্রকাশের বিরোধিতা থাকলে আইনের পথ খোলা আছে, কিন্তু ভয় দেখিয়ে মুখ বন্ধ করানো গণতন্ত্র ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি। বাংলাদেশ এখন এক সংকটময় মোড়ের সামনে দাঁড়িয়ে, যেখানে ধর্ম, রাজনীতি ও মব মানসিকতা মিলে নতুন এক বিভক্তির ইঙ্গিত দিচ্ছে। এর উত্তরণ একমাত্র সম্ভব মুক্তিযুদ্ধের চেতনা, বহুত্ববাদ এবং আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে।!
ঠিকানাঃ মিরপুর ১
মোবাইল: 01795396925
ইমেইল: dhakahunt6@gmail.com
সম্পাদক ও প্রকাশকঃ মোর্শেদ মাহবুব
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————