ঢাকা ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫
ঢাকা প্রতিবেদক:-জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ড. মুহাম্মদ ইউনূসের দল বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান। সম্প্রতি বিএনপি থেকে ৩ মাসের জন্য তার (চেয়ারপার্সনের উপদেষ্টা) পদ স্থগিত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে নিন্দা জানানোর ভাষা আমার নেই। মুক্তিযুদ্ধে তার (লতিফ সিদ্দিকী) অবদান অপরিসীম।
লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশের মানুষকে আমি বলছি আপনারা সাবধান হন। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে একাত্মতা ঘোষণা করুন।’
ফজলুর রহমান বলেন, ‘আমি যে সব সময় বলি দেশটা বকলমে পূর্ব পাকিস্তান হয়ে গেছে।
বিএনপি থেকে সাময়িক পদ স্থগিত হওয়ার বিষয়ে ফজলুর রহমান বলেন, ‘আমি তো এখনো বিএনপি। তিন মাস পরে তারা তো আমাকে নিতেও পারে আর আমি তো যাইতে পারি। কাজেই এইটা বিএনপি, আমি আছি বিএনপিতে।’
গতকাল লতিফ সিদ্দিকীসহ আটককৃতদের ব্যাপারে বিএনপির নিন্দা প্রকাশ করা উচিত বলে মনে করেন সাময়িক পদ স্থগিত হওয়া এই নেতা। তিনি বলেন, ‘বিএনপি এটার প্রতিকারের জন্য তাদের রাজনৈতিক একশনে যাওয়া উচিত। চরমভাবে নিন্দা করে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। রাজনৈতিক প্রতিরোধ না হলে এটা একদিন বিএনপির ঘাড়েও আসবে।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হবে বলে বিশ্বাস করেন না ফজলুর রহমান। তিনি বলেন, ‘ড. ইউনুসের অধীনে কোনো সঠিক নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি না। এটা উনি গত ১২-১৩ মাসে প্রমাণ করছেন। উনি কোনো নিরপেক্ষ ব্যক্তি নন। কারণ তার সন্তানদের একটা দল আছে, যাদেরকে উনি সন্তান বলেন। আবার কোনো সময় বলেন ওই সন্তানরা তার নিয়োগকর্তা। কাজেই নিয়োগকর্তাদের দলকে উনি যখন কর্মচারী থাকেন উনি তো তাদেরকে সুবিধা দিতেই হবে। এই কারণে এনসিপি তার নিজের দল। আর জামায়াতের সঙ্গে তার রাতের যোগাযোগ আছে এবং জামায়াত প্র্যাক্টিক্যালি দেশ চালাচ্ছে।’
জামায়াত দেশ চালাচ্ছে, কেন আপনার এমন উপলব্ধি হলো? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, ‘সমস্ত ব্যাংক তারা দখল করে বসে আছে। সমস্ত অর্থনীতি ইসলামী ব্যাংকসহ তারা দখল করেছে। শেয়ার মার্কেট থেকে ধরে বসে আছে। তাদের আঙুল হিলনে এসপি-ডিসি থেকে ধরে যা আছে সচিব পর্যন্ত পরিবর্তন হচ্ছে বিভিন্ন জায়গাতে এটা সবাই জানে। দেশ তারা (জামায়াত) দখল করে ফেলছে। এটা আমার দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো।’
ঠিকানাঃ মিরপুর ১
মোবাইল: 01795396925
ইমেইল: dhakahunt6@gmail.com
সম্পাদক ও প্রকাশকঃ মোর্শেদ মাহবুব
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————