বড়লেখা সীমান্তে ১৭ রোহিঙ্গা’কে যেভাবে ধরলো বিজিবি!

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫

বড়লেখা সীমান্তে ১৭ রোহিঙ্গা’কে যেভাবে ধরলো বিজিবি!

নিউজ ডেস্ক:-মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী শাহবাজপুর চা-বাগান এলাকা থেকে ১৭ রোহিঙ্গাসহ ১৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের দাবি, তাঁরা সবাই ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহবাজপুর চা-বাগান এলাকায় টহলরত বিজিবি সদস্যরা সন্দেহভাজন অবস্থায় তাঁদের দেখতে পায়। বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা সীমান্ত পার হওয়ার কথা স্বীকার করেন।

 

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এবং নারী-শিশুসহ ১৬ জন রোহিঙ্গা রয়েছেন। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে তাঁদের আটক করা হয়।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ‘আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের বড়লেখা থানায় হস্তান্তর করা হবে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সীমান্তে নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন অনেকে।