বাড়তে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫

বাড়তে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক: চলমান গরম বুধবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত একইরকম থাকতে পারে। এ ছাড়া বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে দেশে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।,

এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।,

 

গতকাল সোমবার, সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ১৬টিতে বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ৬০ মিলিমিটার। ঢাকায় এ সময় ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।,