আর্মি মাদক বিক্রি করেই বেঁচে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫

আর্মি মাদক বিক্রি করেই বেঁচে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক:-মায়ানমার আরাকান আর্মি মূলত মাদক ব্যবসার ওপর নির্ভর করেই বেঁচে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।,

আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর),সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।,

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে দেশে বিপুল পরিমাণ মাদক প্রবেশ করছে, তবে আগের তুলনায় ধরা পড়ার ঘটনাও বেড়েছে। নতুন নতুন ধরনের মাদকও এখন দেশে ছড়িয়ে পড়ছে, যা হোটেলগুলোতেও ব্যবহৃত হচ্ছে।

তিনি স্বীকার করেন, এখনো এসব পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে।,

উপদেষ্টা বলেন, আরাকান আর্মির টিকে থাকার মূল উৎসই মাদক ব্যবসা। তাদের প্রধান আয়ের পথ মাদক বিক্রি। বর্তমানে তারা মিয়ানমারের সীমান্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তবে সম্প্রতি তারা কৃষিকাজে ঝুঁকছে। যদি সেটি স্থায়ী হয়, তবে মাদকের প্রবাহ কিছুটা হলেও কমতে পারে। প্রতিদিন লাখ লাখ পিস ইয়াবা জব্দ হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার ইলিশের প্রজনন কম হয়েছে। এটা কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে আমরা আলোচনা করছি।,

ডাকসু নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতকাল (সোমবার) উপাচার্যের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। যারা ডাকসুতে ভোট দেন তারা শিক্ষিত সমাজের অংশ। এখানকার প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররাও উচ্চশিক্ষিত।,

যদিও এটি জাতীয় নির্বাচনের মতো পুরোপুরি এক নয়, তবে এটি একটি মডেল হিসেবে কাজ করছে। আমরা চাই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতিকে একটি সুন্দর জাতীয় নির্বাচন উপহার দিতে।,