দেড় লাখ ঘনফুট সাদাপাথর জব্দ

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

দেড় লাখ ঘনফুট সাদাপাথর জব্দ

নিউজ ডেস্ক:-সিলেটের সালুটিকরে মাটির নিচে লুকিয়ে রাখা ভোলাগঞ্জের সাদাপাথর উদ্ধার করেছে র‍্যাব-৯ ও জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সদর উপজেলার সালুটিকর ইউনিয়নের ছালিয়া এলাকার একটি ক্রাশার মিলে গোপন গর্ত থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর প্রাথমিকভাবে জব্দ করা হয়।,

একাধিক সুত্রে গেছে, পাচারের উদ্দেশ্যে পাথরগুলো মাটির নিচে রেখে একটি ক্রাশার মেশিনে ভাঙার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ অভিযানে নেমে বিপুল পরিমাণ পাথর উদ্ধার করে। পাথরের প্রকৃত মালিকদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।,

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী ও সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত। এ সময় প্রশাসন ও র‍্যাবের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।,

 

ইউএনও খোশনূর রুবাইয়াত বলেন, “একটি ক্রাশার মিলে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়েছে। পাথরের মালিককে শনাক্ত করতে তদন্ত চলছে।”

র‌্যাব-৯ এর সিও তাজমিনুর রহমান চৌধুরী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাথর উদ্ধার করা হয়েছে। পাচারের সঙ্গে জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।