ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫
নিউজ ডেস্ক:-কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এতে তিনি ওই হামলার তীব্র নিন্দা জানান। বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ওই ফোনালাপে নরেন্দ্র মোদি দোহায় ইসরায়েলের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানান। এক্স পোস্টে মোদি বলেন, উত্তেজনা এড়াতে আমরা সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনাকে সমর্থন করি। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে ভারত।,
মঙ্গলবার দোহায় ইসরায়েলি হামলার পরই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তিতে কাতার মধ্যস্থতার দায়িত্ব পালন করায় মোদি এর প্রশংসা করেন।
কাতারের প্রতি সংহতি জানানোয় শেখ তামিম নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া দুই নেতা কাতার ও ভারতের মধ্যে কৌশলগত অংশীদারত্ব এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন।,
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম