ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫
নিউজ ডেস্ক:-নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মদনপুরে ফার্ম হাউসের পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে মশসুদ মঞ্জুর বর্ষ (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।,
সে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছেন স্বজনরা।
গত বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।,
নিহত মশসুদ গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা শেখ মঞ্জুর বারির ছেলে। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় ভাড়া থাকতো সে।,
নিহতের বন্ধু বর্ণিল সপ্তসি জানান, আজ সকালের দিকে আমরা ছয় থেকে সাত জন বন্ধু মিলে নারায়ণগঞ্জে ঘুরতে গিয়েছিলাম। এখানে একটি ফার্ম হাউসে দুপুরের দিকে সাঁতার কাটতে গেলে পানিতে ডুবে অচেতন হয়ে পড়ে মশসুদ। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান মশসুদ আর বেঁচে নেই।,
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম