ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫
নিউজ ডেস্ক:-কুমিল্লায় বন বিভাগের সাঁড়াশি অভিযানে ৬ লাখ টাকার চোরাই সেগুন কাঠ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী বন বিভাগের চেকপোস্টে তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যান ভর্তি এসব কাঠ জব্দ করা হয়। এ সময় চালক পালিয়ে যায়। চেকপোস্টের ইনচার্জ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে একটি কাভার্ডভ্যানে তল্লাশি করা হয়। এ সময় চোরাই ভাবে পাচারকৃত ৬ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ করা হয়।
কুমিল্লা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির এর নির্দেশনায় স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবিরের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।,
স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ চোরাই কাঠ পাচার করছে বিভিন্ন সিন্ডিকেট। মূলত কাভার্ডভ্যানে করে এসব কাঠ পাচারের ফলে বেশিরভাগ চোরাই কাঠের চালান আমাদের দৃষ্টির আড়ালে থাকে। এসব কাঠ পাচার সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে আমরা এ অভিযান অব্যাহত রাখছি। এছাড়া সোর্সিং তৎপরতা বাড়ানো হয়েছে। জব্দকৃত এসব কাঠের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।,
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম