ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫
নিউজ ডেস্ক:-নেপালে সেনাবাহিনীর উদ্যোগে নতুন সরকার গঠনের আলোচনা চলমান। এই প্রক্রিয়ায় দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিতে প্রস্তুতি নিচ্ছেন।,
জানা যায়,এ বিষয়ে বুধবার ও বৃহস্পতিবার নেপালি সেনার প্রধান কার্যালয় জাঙ্গি আড্ডায় টানা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে কার্কি নেপাল ও ভারতের বিভিন্ন গণমাধ্যমে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন।,
একটি ভারতীয় টেলিভিশনকে দেওয়া ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে বলেন, আমি ভারতকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসি। মোদিজির কাজের ধরন আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ভারত নেপালকে অনেক সাহায্য করেছে। বর্তমানে নেপালের অবস্থা কঠিন, তবে আমরা উন্নয়নের জন্য কাজ করব এবং দেশের জন্য নতুন সূচনা করব।,
কার্কি আরও জানান, নতুন দায়িত্ব গ্রহণের জন্য তিনি প্রস্তুত আছেন। তিনি বলেন, নেপালে সাম্প্রতিক অস্থির আন্দোলনের নেতৃত্ব দেওয়া জেন-জি গ্রুপ তাকে কিছু সময়ের জন্য অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে।,
সূত্র: খবরহাব!
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম