ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২২
সুদমুক্ত ৪ লাখ টাকার ট্রাস্ট গঠনে সহায়তার ঘোষণা দিয়েছেন গোলাপগঞ্জের কৃতি সন্তান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক লাইব্রেরি সেক্রেটারী অ্যাডভোকেট মাওলানা মো. আশিক আহমদ খান। তিনি সম্প্রতি সিলেট জেলা বারের আইনজীবীদের উদ্যোগে ও বৃহত্তর হেতিমগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ পৃথক সংবর্ধনা সভায় এ ঘোষনা দেন।
আশিক খান সংবর্ধনার জবাবে সবাইর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রবাসীদের বর্তমান অবস্থা ও তাদের দেশের প্রতি অবদানের বিষয়টি তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথিরা আশিক খানের দেশের ও দেশের বাইরের কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।
আশিক খান যুক্তরাষ্ট্র থেকে স্বদেশে আসার পর সম্প্রতি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপত্বি করেন সুপ্রিম কোটের আইনজীবী আলহাজ্ব মাওলানা এম.এ রকিব।
জেলা বারের যুগ্ম সম্পাদক শাবানা ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইমাদ উল্লাহ শহিদুল ইসলাম, জিপি অ্যাডভোকেট মোহাম্মদ রাজ উদ্দিন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, বাংলাদেশ আনজুমানের আল-ইসলাম কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।
বক্তব্য দেন, বারের যুগ্ম সম্পাদক বিজিত লাল তালুকদার, সাবেক যুগ্ম সম্পাদক দিলোয়ার হোসেন দিলু ও মহসিন আহমদ চৌধুরী দুয়েল, অ্যাডভোকেট ফজলুল হক সেলিম, অ্যাডভোকেট মো. মুহিব উদ্দিন সুজা, অ্যাডভোকেট মুসলিম উদ্দিন, অ্যাডভোকেট ওলি উল্লাহ মারুফ, অ্যাডভোকেট মোস্তফা দিলোয়ার আল আজাহার, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট খুরশেদ আলম খোকন, অ্যাডভোকেট আল আসলাম মুবিন, অ্যাডভোকেট নাদিম প্রমুখ।
এদিকে, গোলাপগঞ্জের হেতিমগঞ্জে বৃহত্তর হেতিমগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে মাওলানা আশিক আহমদ খানকে সংবর্ধনা প্রদান করা হয়। আব্দুল মালিক মানিকের সভাপতিত্বে ও সুজন আহমদ খানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোটের আইনজীবী আলহাজ্ব মাওলানা এম.এ রকিব।
বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক দিলোয়ার হোসেন দিলু, জেলা বারের সাবেক নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কবির আহমদ বাবর, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশাহিদ আলী, অ্যাডভোকেট মজির উদ্দিন সুজা, ছাত্রকল্যান পরিষদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জাফরান জামিল, শিক্ষক মাহফুজুর রহমান শিবলু, মিজুনুর রহমান বেলাল, অ্যাডভোকেট মুসলিম উদ্দিন, আবু জাবের, মাওলানা সিরাজুল ইসলাম, হাফিজ জুনায়েদ আহমদ, মাওলানা মজির উদ্দিন, ছাত্র নেতা সাহেদ আহমদ কাওসার প্রমুখ।
এমএনআই
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————