ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২
বিনোদন ডেস্ক: গত কয়েক বছর ধরেই ঈদে গান শোনান বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। পেশাদার সংগীতশিল্পী না হলেও নিজের ইচ্ছে ও শখ থেকে গান পরিবেশন করেন তিনি। সেসব গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে তুমুল আলোচনা।
এবারও ব্যতিক্রম ঘটছে না। এটিএন বাংলায় নতুন ১০টি গান নিয়ে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটির কথা গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
মাহফুজুর রহমান জানান, ঈদের দিন রাতে ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ এই একক সংগীতানুষ্ঠান। এবারও ১০টি মৌলিক গানে সাজানো হয়েছে অনুষ্ঠান। সবাইকে এটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।
২০১৬ সালে প্রথমবার একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হয়েছিলেন মাহফুজুর রহমান। ‘হৃদয় ছুঁয়ে যায়’ শীর্ষক সে অনুষ্ঠানের পর থেকে প্রতি ঈদেই গান শোনাচ্ছেন তিনি। বিতর্ক, সমালোচনা হলেও দমে যাওয়ার পাত্র নন তিনি। নিজের ওপর ভরসা রেখে গান করেই যাচ্ছেন।
এমএনআই
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————