ঢাকা ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২২
নিউজ ডেস্ক: সিলেটের দলদলি চা-বাগানে অসহায়, হতদরিদ্রদের মধ্যে ইফতার বিতরণ করেছে জুম্মান লুসাই স্পোর্টস একাডেমি।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে সিলেটের দলদলি চা-বাগান এলাকায় এই ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জুম্মান লুসাই স্পোর্টস একাডেমির প্রধান উপদেষ্টা মারিয়ান চৌধুরী মাম্মী।
জুম্মান লুসাই স্পোর্টস একাডেমির প্রধান কোচ শরিফ আহমেদ, দলদলি চা-বাগান শ্রমিক সমিতির সভাপতি মিন্টেন দাস, ৬নং টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ রঞ্জন মুন্ডাসহ একাডেমির খেলোয়াড়বৃন্দ।
ইফতার বিতরণ অনুষ্ঠানে মারিয়ান চৌধুরী মাম্মী বলেন, জুম্মান লুসাই স্পোর্টস একাডেমি বাংলাদেশে একদিন আলো ছড়িয়ে জুম্মান লুসাইর স্মৃতি আজীবন উজ্জ্বল করে রাখবে।আমাদের একাডেমির খেলোয়াড় বৃন্দ এই কাদামাখা মাঠে অনেক কষ্ট করে খেলছে। সিলেটের ক্রীড়ানুরাগীরা এগিয়ে এলে এখানকার ছেলে মেয়েরাও একদিন জাতীয় দলে গিয়ে খেলতে পারে।
এমএনআই
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম