ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, মে ৪, ২০২১
নগর বার্তা ডেস্কঃমেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে যাত্রীবাহী মেট্রোরেলের ওভারপাস ধসে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত ৬৫ জন। মেক্সিকো সিটির অলিভস স্টেশনে স্থানীয় সময় গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় টেলিভিশন চ্যানেল মিলেনিও টিভির প্রতিবেদনে দেখা যায়, রাস্তায় থাকা গাড়ির ওপর ভেঙে পড়েছে ফ্লাইওভারের একাংশ। আর ফ্লাইওভারে থাকা মেট্রোরেল রাস্তার ওপর পড়ে আছে। ভিডিওতে দেখা যায়, ট্রেনের বগি ঝুলে রয়েছে। চারদিকে সাইরেনের শব্দ। আরেক ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপে হতাহতদের খুঁজছে চিকিৎসাকর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ঘটনার পর মেক্সিকো সিটির কম্প্রিহেনসিভ রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল প্রটেকশন এজেন্সির পক্ষ থেকে প্রথমে দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছিল। পরে আরো মৃত্যুর খবর আসে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেক্সিকো সিটির মেয়র ক্লদিয়া শেইনবাম। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মী, নাগরিক সুরক্ষায় নিয়োজিত ব্যক্তিরা কাজ করছেন। শহরের বিভিন্ন হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। আমরা এ বিষয়ে দ্রুত আরো তথ্য দেব’।
সূত্র : গার্ডিয়ান, রয়টার্স
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————