স্মৃতির মিনারে মুফতি আনোয়ার হোসাইন আনহার

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, মে ৯, ২০২২

স্মৃতির মিনারে মুফতি আনোয়ার হোসাইন আনহার

:: মুহাম্মদ নাজমুল ইসলাম ::

নশ্বর এ পৃথিবীতে মানুষ কিছু দিনের বাসিন্দা। নির্দিষ্ট সময় হলেই পরপারে চলে যেতে হয়। এটাই চিরাচরিত নিয়ম। যা কখনো অস্বীকার করার কোন অবকাশ নেই। এই নির্ধারিত সময়ে যারা ভালো কাজ করে তাদের কথা সব সময় মানুষ মনে রাখে। এসব গুনী ব্যক্তিদের রেখে যাওয়া আদর্শ পরবর্তী প্রজন্মের জন্য প্রেরনার উৎস হিসেবে কাজ করে। ইতিহাস ঐতিহ্যের গৌরবময় পাঠশালা সিলেটের অগনিত মনিষীরা তাদের রেখে যাওয়া আদর্শের মাধ্যমে চিরদিন জনহৃদয়ে বেচে থাকবেন।
সিলেটের পাশ্ববর্তী উপজেলা দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামের মোল্লা বাড়ীর বাসিন্দা মুফতি মাওলানা আনোয়ার হোসাইন আনহার এরকম একজন ইসলাম প্রিয় ও খোদাভীরু ব্যক্তিত্ব ছিলেন। অত্যন্ত সহজ সরল ও প্রান খোলা হৃদয়ের অধিকারী আনহার এর অকাল মৃত্যুতে গোটা এলাকাবাসী শোকাভিভূত। এই মহৎ চরিত্রের মানুষের জন্য শুধু তার পরিবার নয় গোটা এলাকাবাসী নিরবে কাদছেন। এরকম একজন আনহার আর লালাবাজার এলাকায় আসবেন না। মুফতি আনহার কতটুকু জনপ্রিয় ছিলেন তা তার জানাযায় সর্বস্তরের উপস্থিতি প্রমান করে দিয়েছে। রমজানের মূল্যবান মুহুর্তে প্রতিটি দ্বীনদার মুসলমান উপস্থিত হয়ে তার জন্য মহান মাবুদের দরবারে মাগফেরাত কামনা করেছেন। একজন খাটি খোদাপ্রেমিক মুফতি আনহারের জীবন আচরন সকলের জন্য অবশ্যই অনুকরনীয় দৃষ্টান্ত হতে পারে। তার আদর্শ গোটা সমাজব্যবস্থার জন্য একটি নিয়ামক হিসেবে কাজ করবে।
মাওলানা মুফতি আনোয়ার হোসাইন আনহার ১৯৮৪ সালের ১১ নভেম্বর ভরাউট গ্রামের মোল্লা বাড়ীতে জন্মগ্রহণ করেন। তিনি স্হানীয় বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করে লালাবাজার মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে দাখিল ও আলিম পাশ করেন। তিনি ২০০৩ সালে শাহজালাল জামেয়া ইসলামিয়া থেকে ফাজিল, ২০০৫ সালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল(হাদিস), ২০০৭ সালে মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা থেকে কামিল (ফিকহ) পাশ করেন। পরে তিনি লালাবাজার আলিয়া মাদ্রাসায় যোগদান করেন। মাদ্রাসার আরবী প্রভাষক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে গেছেন।
তিনি কিছুদিন লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ দক্ষিণ সুরমা উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক, সিলেট মহানগর আল ইসলাহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক, লালাবাজার ইউনিয়ন শাখার সহ সভাপতি,লতিফিয়া ক্বারী সোসাইটির সদস্য হিসেবে ও দায়িত্ব পালন করেছেন।
সকলের প্রিয়ভাজন মাওলানা মুফতি আনোয়ার হোসাইন আনহার গত ১৫ এপ্রিল না ফেরার দেশে চলে যান। তার জানাযার নামাজ পরদিন ১৬ এপ্রিল শনিবার বেলা দুইটায় ভরাউট জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
ব্যক্তিগত জীবনে এক কন্যাজনক আনহার এর অকাল মৃত্যু এলাকাবাসীর জন্য বিনা মেঘে বজ্রপাত। এ মৃত্যুশোক শুধু আনহার এর পরিবার নয়, গোটা এলাকাজুড়ে বিষাদের ছায়া এনে দেয়।
পরিশেষে খোদাপ্রেমিক মাওলানা মুফতি আনোয়ার হোসাইন আনহার এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং মহান আল্লাহপাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
লেখক : শিক্ষার্থী- হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা, সিলেট।