ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২২
এম বাংলা ডেস্কঃজাপানের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছে দেশটির মানুষ। গত সপ্তাহে এক নির্বাচনী প্রচারনা চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয় শিনজো আবের।বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিতে পুরুষরা কালো স্যুট ও কালো টাই এবং নারীরা কালো পোশাক ও মুক্তার নেকলেস পরে টোকিওর জোজোজি মন্দিরে উপস্থিত হয় আবেকে শ্রদ্ধা জানাতে। সাধারণ জনগণ পাশের ফুটপাতে লাইন ধরে দাঁড়িয়ে ছিল গ্রীষ্মের খরতাপে।
সেখানে নারীদের হাতে ছিল ফুল।গতকাল সোমবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। আজ মঙ্গলবারের শেষবিদায় শুরু হবে স্থানীয় সময় ১টায়।
সেখানে সাংবাদিকদের প্রবেশের সুযোগ রাখা হয়নি। শুধু উপস্থিত থাকবেন শিনজো আবের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।
এই আনুষ্ঠানিকতা শেষে আবের মরদেহ নিয়ে যাওয়া হবে টোকিওর উপকণ্ঠে। তার মরদেহ নিয়ে শোকযাত্রা শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করবে।
মঙ্গলবার সকাল থেকেই কালো পোশাক পরিহিত মানুষ দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে মন্দিরের বাইরে। অনানুষ্ঠানিক পোশাক পরাও অনেক মানুষ রয়েছে।সূত্র : রয়টার্স
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————