মিশিগানে বায়োলেটসের ২য় বর্ষপুর্তি উদযাপন

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২

মিশিগানে বায়োলেটসের ২য় বর্ষপুর্তি উদযাপন

মিশিগান সংবাদদাতা: প্রবাসে বাংলাদেশি নারীরাও বিভিন্ন ব্যবসা-বাণিজ্যসহ নানা পেশায় সম্পৃক্ত হচ্ছেন। অর্থনৈতিক মুক্তির তাগিদে নিত্যদিন ঘরে-বাইরে পুরুষের যেমন নিরলস সংগ্রাম চলছে। স্বাবলম্বী হওয়ার দৌড়ে তেমনি পিছিয়ে নেই নারীরাও। যুক্তরাষ্ট্রের মিশিগানেও দক্ষ হাতে বিভিন্ন ব্যবসা সামলাচ্ছেন বাংলাদেশি নারীরা। আর এমন নারী উদ্যোক্তাদের অনলাইনভিত্তিক সংগঠন ভায়োলেটসের ২য় বর্ষপূর্তী উদযাপন অনুষ্ঠানে আনন্দ উল্লাসে মেতে উঠেন বাঙ্গালী নারীরা।
গত ৩০ অক্টোবর রোববার ওয়ারেন সিটির আড্ডা মিউজিক ক্যাফে এন্ড রেষ্টুরেন্টে বায়োলেটসের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রায় ৮০ হাজার বাংলাদেশি-আমেরিকানদের বসবাস। শুরুতে নারীদের সংখ্যা কম হলেও ধীরে ধীরে তা বাড়তে থাকে। শিক্ষিত বাঙ্গালী নারীরা নিজেদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ক্যাটারিং ব্যবসা থেকে শুরু করে দেশীয় জামা- কাপড়ের ব্যবসা, জুয়েলারী, ব্রাইডাল মেকাপ এমনকি ইভেন্ট ম্যানেজমেন্ট এর সাথে যুক্ত হয়ে আর্থিক ভাবে সাবলম্বি হচ্ছেন প্রবাসে বসবাসরত নারীরা।
টেক্সাস থেকে বায়োলেটসের আনন্দ আয়োজনে সম্পৃক্ত হয়েছিলেন রুপারু’র কর্ণধার নাফসিয়া মতিন মিলি। তিনি বলেন, আমি ছোটবেলায় দেখতাম আমাদের মা খালারা শাড়ী-গহনা পড়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেতেন। সেই থেকে আমারও বিষয়টি ভাল লাগে। প্রবাসে থাকলেও নিজের সংস্কৃতির ও ঐতিহ্যের পোষাকের চাহিদা পুরণে এই ব্যবসার সাথে জড়িত হয়েছি। আর আজকে অনুষ্টানে এসে আমার খুব ভাল লাগছে।
চিত্রপটের কর্ণধার প্রজ্ঞা পারমিতা ও রাহাত সুলতানা জানান, আমরা দুইজনেই পেশাগত জীবনে ইঞ্জিনিয়ার। তারপরেও আমরা পরিবারের সমস্ত কাজ শেষ করে নিজেদের ভাললাগা থেকেই অনলাইনে দেশীয় কাপড়ের ব্যবসা শুরু করি। বিশেষ করে দেশের তাত শিল্প এক সময় মৃত অবস্থায় ছিল। দেশপ্রেম ও নিজেদের দায়িত্ববোধ থেকে দেশীয় কাপড় আমদানি করছি এবং তাদেরকে আমরা একটুও সহযোগিতা করতে পারছি,এরজন্য আমরা গর্ববোধ করি।
আয়না ইভেন্ট এন্ড ডেকরের কর্ণধার তাহিরা লস্কর, ফারজানা ডালিয়া ও ফেরদৌসি জায়গিরদার এই তিনজনের সাথে কথা হয়েছিলো বায়োলেটসের আনন্দ আয়োজনে। তাঁরা বলেন, বায়োলেটস মুলত কাজ করছে এখানে বসবাসরত নারী উদোক্তাদের নিয়ে। আমাদের প্রতিষ্টান কাজ করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্টানের ডেকর নিয়ে। আমারা চেষ্টা করছি দুইয়ের সমন্বয়ে যদি আমরাও নারীদের পাশে থাকতে পারি,সেটাই আমাদের জন্য আনন্দের।
বায়োলেটসের প্রতিষ্ঠাতা শারমিন তানিম বলেন, মিশিগানে বসবাসরত নারীরা মাতৃভূমিতে উৎপাদিত পণ্য আমদানী করে ব্যবসা করছেন। আর তাদেরকে উৎসাহ প্রদান করে থাকে এই বায়োলেটস নামক সংগঠন। যেসব নারীরা দেশীয় পণ্য উৎপাদন নিয়ে কাজ করেন মূলত তাদেরকে ফোকাস করার জন্যই গঠন করা হয়েছে বায়োলেটস।
পারমিতা সিথী ও আফরিন মাহদীর সঞ্চলনায় এই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করেছিলেন মিশিগান, টেক্সাসসহ অন্যান্য রাজ্যের প্রতিষ্টিত নারীরা উদ্যোক্তারা। এই নারীরাই অনুষ্টানে কবিতা, কৌতুক, নাচ ও গানে নিজেদের প্রতিভাকে তুলে ধরেন। গান পরিবেশন করেন নিলুফা আক্তার নিলু, ইলোরা হোসেইন, ফারিন ফারিয়া।
অনুষ্টানে নাচে সবাইকে মুগধ করেন বায়োলেটসের কর্ণধার শারমিন তানিম, মহুয়া দাস, এঞ্জেলা খন্দকার, নিবেদিতা শীমি, সুচিতা মৌ, জিসা, ত্রিশা এবং সুরভীসহ আরো অনেকেই।