ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, মে ১২, ২০২২
নিউজ ডেস্ক: বাংলাদেশী বংশদ্ভূত সিলেটের ফেঞ্চুগঞ্জের ছেলে নায আনিস মিয়া সেন্ট্রাল স্কটল্যান্ডের ফাইফ ডিস্ট্রিক ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
স্কটল্যান্ডে সর্বপ্রথম এশীয়দের ও মুসলিমদের মধ্যে তিনিই কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত ৫ মে বিপুল-উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচন। এ নির্বাচনে ফেঞ্চুগঞ্জের গর্ব নায আনিস মিয়া প্রথম বারের মতো ফাইফ ডিস্ট্রিক ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
স্কটল্যাল্ডে প্রথম বারের মতো বাংলাদেশি বংশদ্ভূত দুইজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ কমিউনিটি থেকে ৫ জন কাউন্সিল প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে এওয়াডিন কাউন্সিল লেবার পার্টির থেকে নুরুল হক আলী এবং স্কটিশ ন্যাশনাল পার্টির হয়ে ফাইফ ডিস্ট্রিক কাউন্সিল থেকে নায আনিস মিয়া নির্বাচিত হন। নায আনিস মিয়া ১৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৬০০ ভোট ।
নায আনিস মিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নুরপুর গ্রামের মাসুক মিয়া ছেলে ও হাজী আব্দুল মনাফ বাদশা’র নাতি।
বর্তমানে নায আনিস মিয়া লন্ডনের স্কটল্যান্ডের ডানফার্মলাইনের শহরের স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। সেখানকার সেন্ট্রাল মসজিদের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।
নায আনিস মিয়া সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন যেন তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।
এমএনআই
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————