সৌদিতে বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেলো সিলেটের রাকিবের

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২

সৌদিতে বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেলো সিলেটের রাকিবের

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে নির্মাণকাজের সময় বহুতল ভবন থেকে পড়ে মোহাম্মদ আলী রাকিব (২১) নামে কোম্পানীগঞ্জের এক যুবক প্রাণ হারিয়েছেন।
মোহাম্মদ আলী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের যোগীরগাঁও গ্রামের শুকুর আলীর ছেলে।
বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইছাকলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান সাজু জানান, গত মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৩টায় এই ঘটনা ঘটে।
মোহাম্মদ আলীর পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান সাজু জানান, মোহাম্মদ আলী প্রায় তিন বছর আগে সৌদি আরবে যান। তিনি রিয়াদ শহরে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।
গত মঙ্গলবার বিকেলে সৌদি আরবের রিয়াদ শহরে কাজ করতে গিয়ে একটি বহুতল ভবনের তিন তলা থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। মোহাম্মদ আলীর মরদেহ সৌদি আরবেই দাফনের প্রস্তুতি চলছে।
কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ও পর্তুগাল প্রবাসী মঈন উদ্দিন মনি জানান, নিহত মোহাম্মদ আলী প্রবাসী উন্নয়ন পরিষদের সৌদি আরব শাখার সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। তার অকাল মৃত্যুতে প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এমএনআই