ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২
মিশিগান (যুক্তরাষ্ট্র) সংবাদদাতা: ঈদের শেষ মূহুর্তে এসে মিশিগানে জমে উঠেছে জামা-কাপড় বিক্রির ধুম। ২৯ এপ্রিল শুক্রবার মিশিগানের ওয়ারেন সিটির আল শাহী প্যালেসে বিকাল ৬টা থেকে শুরু হয় ঈদ মেলা চলে রাত ২ ঘটিকা পর্যন্ত।
মেলায় ঘোরে গিয়ে দেখা যায়, ৪০ টি স্টলের অংশগ্রহনে আয়োজিত হয় ঈদ মেলায় পাওয়া যাচ্ছে শাড়ী,থ্রী-পিস, সালোয়ার-কামিজ,পাঞ্জাবী, বাচ্চাদের পোশাক, বিশেষ করে পাকিস্থানী ও ইন্ডিয়ান কাপড়। রোজার কারণে ইফতারের পর থেকেই বাড়তে থাকে ক্রেতাদের ভিড়।
মেলায় অংশগ্রনকারী স্টলের অধিকাংশ কর্ণধারদের সাথে আলাপ করলে তাঁরা জানান,এই মেলায় অংশগ্রহণ করতে পারা উনারা বেজায় খুশি। ফ্যাশন উইথ মি এর কর্ণধার লিজু চৌধুরী বলেন,এবারই প্রথম ওয়ারেন সিটিতে এত বড় ঈদ মেলার আয়োজন করা হয়।বেচা- বিক্রি অনেক ভাল।
পাপড়ি কালেকশনের ফারজানা চৌধুরী পাপড়ি জানান, এই রমজান মাসে আরো দুটি মেলা হয়েছে,আজকে মনে হয়েছে এখানে অনেক ক্রেতা সমাগম হচ্ছে, হয়ত ব্যবসা ভাল হবে।
অনামিকা কোটর এর কর্ণধার বলেন, তাদের সবগুলো জুয়েলারী সমগ্রী সুদুর ইন্ডিয়া থেকে আনা হয়। আমাদানীকৃত জুয়েলারী’স সাধারণত অনলাইনেই বিক্রি করা হয়। আজকে মেলায় এসে সরাসরি ক্রেতাদের কাছে পৌছাতে পারছি, ভাল লাগছে।
নিশাত সুইটস এর কর্ণধার তানিশা চৌধুরী বলেন, আমাদের উৎপাদিত মিষ্টিজাতীয় পন্যগুলো নিজেরাই ঘরে তৈরী করি এবং অনলাইনে অর্ডারেের মাধ্যমে বিক্রি করে থাকি। রুমকি’স কালেকশনের কর্ণাধারেের সাথে আলাপ করলে তিনি জানান, আমার এই স্টলে অনেক রকমের কাপড় আছে, যারা মেলায় আসবেন,সবাই পছন্দমতো কাপড় কিনতে পারবেন।
মেলার আয়োজক কামাল উদ্দিন জানান, করোনা মহামারীর কারনে বহুদিন যাবৎ আমরা ঈদের কোন আনন্দ পাচ্ছি না। তাই ভাবছিলাম মিশিগানে যারা বাসায় বসে বা অনলাইনে ব্যবসা করছেন তাদেরকে নিয়ে ঈদ মেলার আয়োজন করার। আশা করছি এই মেলা আয়োজনের মাধ্যমে মিশিগানে বসবাসরত বাঙ্গালী ভাই- বোনেরা ঈদ আনন্দে মেতে উঠবেন। এত বড় করে মেলা আয়োজন করতে কোন অসুবিধা হয়েছে কিনা জানতে চাইলে বলেন, চেষ্টা করছি নিজেই অনেক ব্যয় বহন করার তবে আমাকে সার্বিক সহযোগিতা করেছেন নাসির সবুজ ও ইয়াসির চৌধুরী।
মেলার আয়োজকরা জানান, আজকে বিকাল ৫টা রাত থেকে ২টা পর্যন্ত চলবে এই ঈদ মেলা।
এমএনআই
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————