ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২
শহিদুল ইসলাম লিটন
সমগ্র পৃথিবী মানব জাতির জন্য সুন্দর এক আবাসভূমি
আমার স্বদেশ আমার প্রিয় জন্মভূমি
একেক দেশে আছে একেক নিয়মনীতি
তারিই মাঝে খুঁজি আমি সৌন্দর্য আর সম্প্রীতি।
পৃথিবীর বুক জুড়ে আছে কতইনা দেশ
মানুষের মাঝে আমি দেখতে চাই সুখের আবেশ
শত্রুর গোলায় যাতে সৃষ্টি নাহয় বিদগ্ধ পরিবেশ
অনাথ শিশুর ক্রন্দনে যেন মানবতা হয়না নিঃশেষ।
পৃথিবীর বুকে দেখতে চাই শান্তি সুখের দেশ
যুদ্ধের বিরুদ্ধে জেগে উঠুক প্রতিটি দেশ
হৃদয়ের প্রস্ফুটিত পদ্মে কেটে যাক যুদ্ধের রেশ
প্রকৃতিতে যেমন বিরাজ করে নির্মোহ পরিবেশ
বিশ্বনেতৃত্বে দেখতে চাই মানবতা আর সম্প্রীতির অনুপ্রবেশ।
জাতিসংঘ যাতে কখনো হয়না প্রশ্নবিদ্ধ
অন্যায়ের বিরুদ্ধে যাতে করতে পারে হস্তসিদ্ধ
শান্তির পৃথিবী গড়তে আমরা সবাই হই অঙ্গীকারবদ্ধ যুদ্ধ, অন্যায় আর আধিপত্য যেন চিরতরে করতে পারি রূদ্ধ
মানুষের জন্য পৃথিবী যেন হয় শান্তি সুখের আবাস স্হান
সম্প্রীতি বজায় রেখে আমরা যেন করতে পারি চিরতরে
যুদ্ধের অবসান।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————