সিলেটের নাট্যজন মিশফাক আহমেদ মিশু আর নেই

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২২

সিলেটের নাট্যজন মিশফাক আহমেদ মিশু আর নেই

নিজস্ব প্রতিবেদক: সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি, অভিনেতা ও সাংস্কৃতিঙ্গনের প্রিয়মুখ মিশফাক আহমেদ চৌধুরী মিশু আর নেই

শনিবার (৫নভেম্বর) ভোরে রায়নগরনস্থ বাসায় মারা যান তিনি(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।

মিশফাক আহমেদ ৮০/৯০ দশকের জনপ্রিয় টিভি মডেল ছিলেন। একই সাথে অভিনয় করতেন মঞ্চ নাটকেও। ২০১৬ সাল থেকে তিনি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতির দায়িত্বপালন করে আসছিলেন।এছাড়া তিনি সিলেট মহানগর জাসদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে দরগা কবরস্থানে দাফন করা হয়েছে।