নুরের নাক ও চোখে আঘাতের চিহ্ন

প্রকাশিত: ৫:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫

নুরের নাক ও চোখে আঘাতের চিহ্ন

ঢাকা সংবাদ:-“আজ রাজধানীর বিজয়নগরে গতকাল শুক্রবার জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন!

‘রাতে প্রথমে তাঁকে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।’

রাত ১১টার, দিকে ঢামেকের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। রাত ১২টার দিকে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি ৯ নম্বর বেডে চিকিৎসাধীন! 

‘ঢামেক হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানান, আহত নুরের নাক ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।’

তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে। ৪৮ ঘণ্টা না গেলে তাঁর বিষয়ে কিছু বলা যাবে না। 

জানা গেছে, গতকাল সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলে। এক পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বারবার অনুরোধ জানালেও পরিবেশ শান্ত হয়নি। বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে এক পর্যায়ে নুরের ওপর হামলার ঘটনা ঘটে। 

“পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয়নগর ও আশপাশে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় ইটপাটকেল নিক্ষেপেরও ঘটনায় পুলিশসহ অনেকে আহত হয়। ঘটনার পরপরই ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।’

গতকাল সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত এ ঘটনা ঘটে। পরে এক পর্যায়ে নুরসহ গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী আহত হন। রক্তাক্ত নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান দলের নেতাকর্মীরা। আহত নুরকে রাত সোয়া ১১টায় দেখতে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

আইন উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ফেসবুক পোস্টে লিখেন, ‘ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নুরের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।’

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, তাঁরা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির লোকজনই ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দেন। জাপার নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে তাঁদের ওপর হামলা করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। দ্রুত সেখানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন গণঅধিকার পরিষদের কর্মীরা। এক পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ধাওয়া দিলে তাঁরা আল রাজী টাওয়ারের সামনে চলে আসেন। একই সময়ে সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ দলটির শীর্ষ নেতারা। সেখান থেকে তাঁদের সরিয়ে দিতে লাঠিপেটা করেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যরা।

এদিকে গত রাতে বিবৃতিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, নুরুল হক জাতীয় পার্টির সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। জামায়াতের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের হামলায় গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা প্রকাশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।’

নুরের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে রাত ১১টায়, বাংলামোটরে দলীয় কার্যালয়ের সামনে মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বলেছেন, ‘নুরুল হক নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা।’ গত রাত ৯টা ৩৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসংক্রান্ত পোস্ট দেন তিনি।

নুরের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। ঘোষণা অনুযায়ী, আজ শনিবার দুপুর ১২টায় প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে দলটি।