ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫
ওসমানী নগর প্রতিনিধি: “সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একটি কাভার্ডভ্যান উল্টে গিয়ে চালক ও হেলপার আহত হয়েছেন,।
আজ শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে ঢাকা–সিলেট মহাসড়কের কাশিখাপন গ্রামের আধুনিক কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।,
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী প্রাণ কোম্পানির ২০০ বস্তা চিনি বহনকারী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ইউ-১১-৬৮৯২) একই দিকের একটি এনা পরিবহনের চাপায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের নিচু জমিতে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক রাজশাহীর বোয়ালিয়া থানার হাদিরমোর গ্রামের আইয়ুব আলীর পুত্র আলামিন (৩৫) এবং হেলপার রাজশাহীর মতিহার থানার কাজলা গ্রামের হান্নান মিয়ার পুত্র উজ্জ্বল মিয়া (২৮) আহত হন। তাদের শরীরে নীলাফুলা জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে।
এ ঘটনায়, শেরপুর হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। তবে দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম