বালাগঞ্জে মোঃ শেখ আলাউদ্দিন রিপনের নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫

বালাগঞ্জে মোঃ শেখ আলাউদ্দিন রিপনের নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি-সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন নামে-বেনামে ভুয়া আইডি খুলে মিথ্যা গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক, কাহের ম্যানশন শপিং কমপ্লেক্সের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ শেখ আলাউদ্দিন রিপন।

তিনি জানান, গত ২৮ আগস্ট ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টার দিকে নিজের নামীয় ফেসবুক আইডি ব্যবহারকালে দেখতে পান “All Ahmed” নামের একটি ভুয়া আইডি (লিংক:)! facebook.com/Foysol.ahmed.097692) খোলা হয়েছে। উক্ত আইডি থেকে তার ছবি ব্যবহার করে নানা ধরনের মানহানিকর ও উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে।

“ভুক্তভোগী মোঃ শেখ আলাউদ্দিন রিপনের পরিচিতি ম্যানেজিং ডাইরেক্টর – কাহের ম্যানশন শপিং কমপ্লেক্স, বড়গল্লী, যাত্রী ছাউনি সংলগ্ন, গোয়ালাবাজার, ওসমানীনগর, সিলেট।

ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক  সিলেট জেলা বিএনপি।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  বালাগঞ্জ উপজেলা বিএনপি।

সাবেক আহবায়ক ও ভারপ্রাপ্ত সভাপতি  জাতীয়তাবাদী ছাত্রদল, বালাগঞ্জ উপজেলা শাখা।

সভাপতি নাসিয়ারপুর জালালিয়া কিন্ডার গার্ডেন স্কুল।
সাধারণ সম্পাদক গোয়ালাবাজার পূর্বাঞ্চল সমাজ কল্যাণ পরিষদ।
সাবেক সাধারণ সম্পাদক  আইন শৃঙ্খলা ও পুলিশিং কমিটি, বোয়ালজুড় ইউনিয়ন।

মোঃ শেখ আলাউদ্দিন রিপনের অভিযোগ, শুধু এই আইডিই নয়— এর আগেও বিভিন্ন নামে-বেনামে ভুয়া আইডি খুলে তার নামে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। এসব অপপ্রচারের কারণে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। তিনি ভুয়া আইডি থেকে করা পোস্টগুলোর স্ক্রিনশট সংগ্রহ করেছেন এবং বিষয়টি ভবিষ্যতের জন্য থানায় নথিভুক্ত করা জরুরি মনে করেছেন।

বালাগঞ্জ থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় জিডি ট্র্যাকিং নং: OINJUS, তারিখ: ২৮/০৮/২০২৫ নথিভুক্ত করা হয়েছে।

এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন আহমেদ ভূঞা বলেন,“অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভুয়া আইডির মাধ্যমে যদি কারও ছবি ব্যবহার ও লাইক কমেন্টে এর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।