ঢাকা ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:-কাতারে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের ডিপোর্ট করা হচ্ছে। দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে সতর্কতা অবলম্বন করে চলার জন্য অনুরোধ জানান ।”এসময় বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কাতারে কিছু বাংলাদেশি প্রবাসী বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছেন ফলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ নজরে আসে এসকল নাগরিকদের উপরে। যার ফলে স্থানীয় নিরাপত্তা বাহিনী এবং পুলিশ তাদের গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠাতে শুরু করেছে।,
“এসময় বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,বাংলাদেশ দূতাবাস কাতারে বসবাসরত সকল অভিবাসীদের তাদের নিজস্ব কাতার আইডি, কাজের প্রমাণপত্র, এবং কোম্পানির হালনাগাদ তথ্য সব সময় সঙ্গে রাখার জন্য অনুরোধ করেছে।
“তাছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয় কাতার সরকারের আইন মেনে চলার মাধ্যমে নিরাপদে প্রবাসে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।,
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম