ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১
বিশ্বনাথ প্রতিনিধিঃ”মহান একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে অপেশাদারদের নিয়ে ডেফোডিল এসোসিয়েশন আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্ণামেন্টের ১০ম আসর সম্পন্ন হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্ণামেন্টের ফাইনাল খেলায় জয়লাভ করে প্রথমবারের মতো শিরোপা জিতে কামরুল রেজা স্মৃতি গ্রন্থাগার দল’। ‘;আমন্ত্রণমূলক এই টুর্ণামেন্টে ৪টি দল অংশ নেয়।;;’ গতবারের চ্যাম্পিয়ান দল উপজেলার একমাত্র নাট্য সংগঠন বিশ্বনাথ থিয়েটার, বিশ্বনাথ ফামাসিস্ট এসোসিয়েশন, কামরুল রেজা স্মৃতি গ্রন্থাগার ও আয়োজক দল সামাজিক সংগঠন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন। ফাইনাল খেলায় বিশ্বনাথ ফামাসিস্ট এসোসিয়েশনকে হারিয়ে কামরুল রেজা স্মৃতি গ্রন্থাগার দল শিরোপা জয়লাভ করে।”রোববার বিকেলে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলকে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আব্দুল জলিল জালাল। ”;’;এরআগে সকাল ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়।’;’সংগঠনের সভাপতি এমদাদ হোসেন নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাবেল আহমদের পরিচালনায় সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সমাজ সেবক সাজ্জাদ মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, বর্তমান সভাপতি আনহার আলী, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম তুহেম। এসময় ডেফোডিল এসোসিয়েশনসহ চার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————