ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মে ৬, ২০২১
নগর বার্তা ডেস্কঃমৌলভীবাজারের একটি প্রাইভেট হাসপাতালে জোড়া লাগানো যমজ শিশু জন্ম নিয়েছে। বুধবার রাত ১১টার দিকে শিশু দুটি জন্ম দেন কমলগঞ্জ উপজেলার তাকমিনা বেগম।শিশু দুটির বাবা জুয়েল মিয়া কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগরের বাসিন্দা। তিনি পেশায় পান দোকানদার।হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে জুয়েল মিয়া তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেন। রাত ১১টার দিকে ডা. ফারজানা হক পর্না সিজারের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ করান। ভূমিষ্ঠের পর দেখা যায়, শিশু দুটির হাত-পা, মাথা আলাদা হলেও পেট একটাই।হাসপাতালের ম্যানেজার জানান, বর্তমানে শিশু দুটি সুস্থ আছে। রাতেই মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার এম এম হককে দেখানো হয়েছে। তিনি শিশু দুটিকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।শিশুর বাবা জুয়েল মিয়া জানান, বাচ্চা দুটিকে বাঁচাতে হলে ঢাকায় সার্জারি বিভাগে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। তবে ঢাকায় নিয়ে চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব না। তিনি প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম