ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২
এমবাংলা ডেস্ক: মৌলভীবাজার শহরতলীর জুগিডহর এলাকায় ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন।
সোমবার (৭ নভেম্বর) বিকেলে জুগিডহর পৌর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর লাশ বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ে প্রায় দেড়ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী।
নিহত তরুণের নাম মো. বুরহান (২০)। তিনি সদর উপজেলার জুগিডহর এলাকার খসরু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের কাগজপত্র দেখার জন্য ট্রাফিক পুলিশ বুরহানকে সিগন্যাল দেন। এ সময় বুরহান মোটরসাইকেলের গতি বাড়িয়ে স্থান ত্যাগ করার চেষ্টা করেন। পরে দুজন ট্রাফিক পুলিশ তাকে ধাওয়া করেন। সড়কের জুগিডহর এলাকা পার হওয়ার সঙ্গে সঙ্গে শেরপুর থেকে আসা একটি বাসের চাকার নিচে পড়ে যান বুরহান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাফিক পুলিশের সদস্যরা পালিয়ে যান।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, বাসের নিচে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ট্রাফিক পুলিশের এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম