ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩
সিলেট স্টারঃ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালকের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় রেলপথ পরিদর্শন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় রেলপথে রাত্রিকালীন দায়িত্ব পালনকারী সদস্যদের ডিউটি পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস। রবিবার (২৪ ডিসেম্বর) রাতে লাউয়াছড়া বনের ভিতরের রেলপথ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি লাউয়াছড়া বনের ভিতরের রেলপথে অধিক সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং রেলপথ ও রেলস্টেশনের সকল সদস্যদের নিষ্টার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। এসময় তিনি সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান বিএএম, পিএএমএস, মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মো. মোতালিব হোসেন। এছাড়াও সহকারি জেলা কমান্ডেন্ট, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা এবং ২৪ আনসার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডারগণ উপস্থিত ছিলেন। পরে শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার ও শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসির সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম