ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মে ৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটের মৌলভীবাজারের শেরপুরে দায়িত্বরত অবস্থায় সিলেটগামী বাসের চাপায় সিলেট রেঞ্জ পুলিশের এক সদস্য নিহত ও ৩ পুলিশ সদস্যসহ আরও ২জন আহত হয়েছেন। দুজনকে গুরুতর অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সকলেই ওসমানী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।
রোববার (৮ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত পুলিশ সদস্য রাকিব আলী রানা। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার।
আহতদের মধ্যে সিলেটের বিশ্বনাথের পশ্চিম শ্বাসরাম গ্রামের আতাউর রহমান গুলজারের ছেলে কামরানুর রহমান, আনিস আহমেদ, পুলিশ সদস্য শফিকুল (ইন্ডাস্ট্রিরিয়াল পুলিশের নায়ক), শফিকুলের ছেলে হিজবুল্লাহ ও তার স্ত্রী হাফিজা বেগম। পুলিশ সদস্য জালালাবাদ পরিবহনের যাত্রী ছিলেন শফিকুল ও স্ত্রী-সন্তান। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ও নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পরিমল চন্দ্র দেব।
তিনি বলেন, রাত ৪টার দিকে একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর পয়েন্টে ডিউটিরত পুলিশ পুলিশ সদস্যকে চাপা দেয়।
জানা যায়, ভোর ৪টার দিকে শেরপুরে রাস্তা পার হচ্ছিলেন পুলিশ সদস্য রাকিব, কামরান ও আনিস। এসময় ঢাকাগামী তীব্র গতীতে এসে একটি বাস তাদের ধাক্কা দেয়। বাসা চাপায় ঘটনাস্থলে পুলিশ সদস্য রাকিব নিহত হন। বাকীদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএনআই
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম