ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি (গভঃ রেজিঃ নং-এস-৯০২৩) এর সিলেট জেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল রোববার (২৪ এপ্রিল) সিলেটে নগরীর শাহজালাল উপশহরস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার জেলা শাখার সহ-সভাপতি, হাজী মাসুক মিয়ার সভাপতিত্বে ও সিলেট বিভাগের সমন্বয়ক আতাউর রহমান কাওছারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা শাখার জনস্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক আব্দুল আজিজ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংস্থার সহকারি পরিচালক জোশেফ আলী চৌধুরী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, সংস্থার সহ-সভাপতি মোস্তাক আহমদ।
এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জালালাবাদ আ’লীগের সহ-সভাপতি মকবুল আলী, সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক আবরার আহমদ চৌধুরী, সংস্থার প্রশাসনিক সমন্বয়ক সানোয়ার আলী, অর্থ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম মাছুম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক জাবের আহমদ সর্দার।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. আজিজুর রহমান, খালেদ আহমদ, মো. খালেদ আহমদ, আবু বক্কর, মো. জাবের আহমদ, জাসিম আহমদ রাফি, আব্দুল আজিজ, প্রিন্স আহমদ, বিমল রঞ্জন দাশ, নুরুল ইসলাম, বিপুল আহমদ, মো. রাকিবুল ইসলাম সহ প্রমুখ।
এমএনআই
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম