ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২
নিউজ ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থ মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বি.এম.এ)।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বাংলাদেশের চিকিৎসকদের সর্ববৃহৎ এ সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন, মুক্ত মনের সৃজনশীল মানুষ হিসেবে আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ও সমাজ ব্যবস্থায় বিশেষ অবদান রেখে গেছেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
উল্লেখ্য, স্বাধীনতা পদকে ভূষিত বর্ষীয়ান এই রাজনীতিবিদ ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর।
এমএনআই
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————