ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২
নিউজ ডেস্ক: দক্ষিণ সুরমায় দারুল কিরাত ফুলতলী ট্রাস্ট সিলাম রুস্তমপুর শাখার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বাদ জুম্মা এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তোলে দেয়া হয়।
শাখার সভাপতি ও সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখনের সভাপতিত্বে ও শাখার সহ নাজিম হাফেজ আলেক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুস্তমপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ইলাশপুর দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল হুদা শামীম, আকিল শাহ ও ফুলতলী কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মাষ্টার, সিলাম দক্ষিণ তেলীপাড়া পঞ্চেগানা মসজিদের সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী।
শাখার প্রধান কারী নিজাম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দারুল কিরাত ফুলতলী ট্রাস্ট সিলাম রুস্তমপুর শাখার সেক্রেটারী মোহিত আলী, সমাজসেবী নুরমান আহমদ, সৈয়দ আতিক আহমদ, সৈয়দ মিনু মিয়া, আমিনুল ইসলাম কয়েছ, আব্দুর রকিব, শমামীম আহমদ, মজনু মিয়া, লায়েক আহমদ, মিজানুর রহমান, আসব আহমদ, হাফিজ বেলাল আহমদ, শিরণ আহমদ, ফয়সল আহমদ, ইমরুল ইসলাম, কারী সুমেল আহমদ, হাফিজ কয়ছর আহমদ, সৈয়দ মতব্বির আলী, সৈয়দ মুহিব আলী, কারী তারেক আহমদ, হাফিজ আব্দুশ শহিদ, কারী নাইম আহমদ, কারীয়া মিলা খানম, কারী বারিক আহমদ, হাফিজ ইউসুফ আলী প্রমুখ।
এমএনআই
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————