ঢাকা ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২২
নিউজ ডেস্ক: সিলেটে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলা ও পেশাগত দায়িত্ব পালনকালে ইমজা সভাপতি মঈন উদ্দিন মঞ্জুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি।
সোমবার (২৩ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক নিন্দা বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও ছাত্রদল সভাপতির বিরুদ্ধে হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি চৌহাট্টা পয়েন্টে যাওয়া মাত্রই পূর্বপরিকল্পনা অনুসারে ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিলের উপর হামলা চালায়। এসময় সাংবাদিক মইন উদ্দিন মঞ্জুর উপরও হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়।
নিন্দা বার্তায় নেতৃবৃন্দ বলেন, ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ হামলা করে সিলেটের রাজনৈতিক সম্প্রীতিতে আঘাত এনেছে। রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।
এমএনআই
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————