ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মে ২৬, ২০২২
নিউজ ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় আইপি চ্যানেল ‘বায়ান্ন টেলিভিশন’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন কবি নূরুদ্দীন রাসেল। চ্যানেলের ফাউন্ডার চেয়ারম্যান রজত কান্তি চক্রবর্তী এ নিয়োগ প্রদান করেন।
তিনি ইতিপূর্বে ক্রমান্বয়ে এই চ্যানেলের সিলেট ব্যুরো প্রধান,প্রধান বার্তা সম্পাদক ও প্রধান নির্বাহী হিসেবে নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে দীর্ঘদিন যাবৎ দায়িত্বগুলো পালন করেছেন।
তিনি বর্তমানে সিলেটের জনপ্রিয় দৈনিক আলোকিত সিলেট পত্রিকার প্রধান প্রতিবেদক, জাতীয় দৈনিক বাংলার বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক,স্বরবর্ণ ডটকম’র প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সিলেট জেলা অনলাইন প্রেসক্লাব,বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় কমিটি ও স্বর্ণালী সাহিত্য পর্ষদ,সিলেট এর সভাপতির দায়িত্ব পালন করছেন।
বায়ান্ন টেলিভিশন/সংবাদ সংক্রান্ত ব্যাপারে তাঁর সাথে ০১৭১৮০৬১৩১৪ নাম্বারে যোগাযোগ করার অনুরুধ জানানো হয়েছে।
এমএনআই
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম