ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩
সিলেট স্টারঃ কবিতা হচ্ছে মানুষের অনুভূতির সৎ ও মূর্ত প্রকাশ। কবিতা সমগ্র মানুষের মাতৃভাষা। নিবিড় ও গভীরভাবে আলোড়িত হওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে কবিদের, শিল্পীদের। সেই আলোড়ন থেকে যে কবিতার জন্ম হয়, তা যুগ থেকে যুগে মানুষের অবিসংবাদিত কথা হয়ে উঠে। কবি কাউছার জাহান লিপি প্রগাঢ় অনুভূতির কবিতা লিখেন। তাঁর কবিতাচর্চা সমাজ ও মানুষের জন্য।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদ’র আয়োজনে কবি কাউছার জাহান লিপি’র লেখা পাঠ ও পর্যালোচনাসভা এবং সাইক্লোনের ২৭১তম সাহিত্য সভায় বক্তারা একথা বলেন।
গতকাল মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সিফডিয়া মিলনায়তনে কবি ও ব্যাংকার শাহেদ আব্দুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলসাইন্দ ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ট্রাস্টি মেম্বার মাহবুবুল হুদা খান। কবি কাউছার লিপি’র সাহিত্যকর্ম নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও প্রকৌশলী ইফতেখার শামীম।
গল্পকার ও সাংবাদিক তাসলিমা খানম বিথীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল, প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর আমিনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ভ্রমণ কাহিনী লেখক জাবেদ আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, সাইক্লোনের প্রাক্তন সভাপতি ভ্রমণকাহিনীলেখক মোয়াজ আফসার, কবি ও সংগঠক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার শাহাদাদ হোসেন টিপু, বিশ্ববাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাহনামা শাব্বির চৌধুরী, কবি ও প্রভাষক ইশরাক জাহান জেলী, কবি রওশন আরা বাঁশি, সুবরানা বেগম, মো. মাসহুদুল হুদা খান, মো. মাহফুজুল ইসলাম খান, কবি ও সংগঠক রিপন মিয়া এবং সাংবাদিক সাদ্দাম হোসেন জুনেদ।
এসময় লেখাপাঠে অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পউও) মো. শরীফ উল হাসান শুভ্র, গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, ওবায়দুল মুন্সী, আকতার হোসেন, ইমন কান্তি দাস, মো. জাকারিয়া হোসেন জাকির, কুবাদ বখত চৌধুরী রুবেল, মকসুদ আহমদ লাল, নাঈমুল ইসলাম গুলজার, অজয় ভৌমিক, জাফরান জামিল, আফিজ আলী, মো. ফারুক হাসান সুজন, কবি কামাল আহমদ, পিয়া মারিয়াম, মহিম সন্ন্যাসী, মাফুজা খাতুন, প্রকৌশলী সিরাজুল ইসলাম ও দিবাকর প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আফজল আহমদ।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————