পিঠা উৎসবে মুক্তাক্ষরের দলগত আবৃত্তি পরিবেশন

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪

পিঠা উৎসবে মুক্তাক্ষরের দলগত আবৃত্তি পরিবেশন

সিলেট স্টারঃগত ১৯ জানুয়ারি শুক্রবার সকালে পুলিশ লাইন স্কুল মাঠে অনুষ্ঠিত হয় দিন ব্যাপি পিঠা উৎসব। সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর অংশগ্রহণ করে।

সকাল ১০.৩০ মিনিটে মাঙ্গলিক অনুষ্ঠান  উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। নৃত্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলে প্রথম অধিবেশনের সমাপ্তি হয় আবৃত্তির মধ্য দিয়ে।প্রথম অধিবেশনের সমাপনীতে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর দলগত আবৃত্তি  পরিবেশন করে।বিমল করের নির্দেশনায় বৃন্দ আবৃত্তি পরিবেশন করে পিউ, হিমেল, নেনু, শুচি,ঐশিকা ও ত্রিদিব।